উড়ন্ত জীবন Poem by Soumen Chattopadhyay

উড়ন্ত জীবন

আমি হবো দূরের প্রান্তরে এক উড়ন্ত জীবন
আমি হবো শ্রাবণ রাতের
ভীষণ বর্ষন
আমি হবো অঘ্রানের রোদ্দুরে ছড়ানো ধান
আমি হবো অরণ্যের আকাশে উদাসী
পাখির মরমী কলতান
লাল মেঠো পথে আমি হবো
রাখালের বাঁশী
আমি হবো মৌনের বিনম্র অভিমান
আমি হবো মাটির মরমে
বাউলের গান

আমি সকল ব্যাথিত চোখের গোপন জল
আমি অন্ধকারের ব্যাকুল সমুদ্রে একাকী নাবিকের প্রাণ
উৎসবের রাতে আমার আঙ্গুল কেঁপেছে অপ্রেমে
অপরের ধ্বংস
আর রক্তপাতে...

আমি হবো সেই বৃক্ষের গভীর ছায়া
যার তলে শুয়ে থাকে পৃথিবীর সমূহ দিনের দুঃখকথা
যেখানে নিবিড়
ছায়া মুছে দেয়
মানুষের শূন্যতা ব্যর্থতা
আমি হবো সন্ধ্যার আঁধারে
বৈরাগীর সেই শোকগাথা

একাকী বইবো
আমি সাথে নিয়ে যত যন্ত্রণা নিভৃতে
রয়েছে তোমার

আমি হবো দূরের প্রান্তরে
দিগন্তের উড়ন্ত জীবন

উড়ন্ত জীবন
Sunday, January 19, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM

Ami o hobo r ami boibo sathe niye joto jontrana nivrite royecche tomer

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success