প্যারালাল ইউনিভার্স Poem by Sajal Ahmed

প্যারালাল ইউনিভার্স

প্যারালাল ইউনিভার্স
আমি আমার জমজ ভাই কে দেখছি
আমাদের মধ্যে এক পাতলা পর্দা
আমি হাত বাড়িয়ে আমার ভাইকে টান দিলাম
ও আসছে না
টানছি আসছেই না
আমি কাঁদছি
আমি আমার রক্ত
অন্য কোথাও ছড়িয়ে যেতে দেবো না
আমাদের মাঝে পর্দা
মায়ের শ্বাসকষ্ট ওকে জানালাম;
তবুও ও আসছে না।
আমাকে জিজ্ঞেস করলো; মা কী?
পদার্থ কিনা? নিজস্ব ভর, ওজন এবং জায়গা দখল করে কিনা?
আমি ওকে মায়ের ফটো দেখালাম।
'ও আচ্ছা! মা মানে একটি রংচঙে ফটো? ' ও জিজ্ঞেস করলো।
আমি ওকে বুঝাতে চেষ্টা করলাম, আমাদের ইউনিভার্সে মায়ের কোন সংজ্ঞা নেই।
মা কখনো বস্তু, কখনো অ-বস্তু, কখনো অনুভূতি।
মা দেখতে হলে তোমাকে এই ইউনিভার্সে আসতে হবে একমাত্র এই ইউনিভার্সেই মায়েরা থাকেন।
ও আমাকে জানিয়ে দিয়েছে
পর্দার এপাশে আসলে
সেকেন্ডের কাঁটা ঘুরে যাবে
ঘুরে যাবে ওর ইউনিভার্স
হতে পারে এই ইউনিভার্সে এসেও
ও খুঁজতে পারে মায়ের কাঠামোগত সংজ্ঞা।
কাজেই যে যেই ইউনিভার্সের, ওকে ঐ ইউনিভার্সে থাকতে দেয়াই উত্তম।
আমি কিছুক্ষণ ভাবলাম; কিন্তু আমাকে যতই বুঝানো হোক আমি আমার রক্ত কখনো অন্য ইউরিভার্সে থাকতে দিবো না। কসম!

This is a translation of the poem Parallel Universe by Sajal Ahmed
Sunday, December 9, 2018
Topic(s) of this poem: poem
POET'S NOTES ABOUT THE POEM
যে যেই পৃথিবীর, তাকে সেখানে থাকতে দাও
COMMENTS OF THE POEM
Sajal Ahmed

Sajal Ahmed

Barisal
Close
Error Success