সাংবাদিক Poem by Sajal Ahmed

সাংবাদিক

সাংবাদিক
.
আমি মৃত্যুর আগে ঈশ্বরকে আবদার করলাম 'পরজন্মে তিনি যেন আমাকে সাংবাদিক রূপে প্রেরণ করেন। '
ঈশ্বর নিশ্চুপ।
ঈশ্বর চিন্তিত
তাঁর মাথায় হাত
কী যেন ভাবছিলো চুপচুপ।
নিশ্চুপ চিন্তাবিদ ঈশ্বরের মৌনতা ভাঙাতে
আমি আবারও তাকে পুনরায় করলাম এ আবদার।
মাথায় হাত চিন্তিত ঈশ্বর হেতু জিজ্ঞেস করলে আমি জবাব দিলাম- 'আমার মায়ের স্বপ্ন ছিলো আমি সাংবাদিক হিসেবে পৃথিবীর মুখ উজ্জল করবো অথচ আমি হয়েছিলাম একজন পিকেটার।
শুনেছি মায়ের দোআ কবুল হয়
এহ জগতে আমি একথার সত্যতা পাইনি
স্বচক্ষে কোন মায়ের দোআ কবুল হতে দেখিনি।
হে ঈশ্বর পৃথিবীর সব মা আমার মা নন;
অতএব আমি চাই অন্তত আমার মায়ের দোআ কবুল হোক।'
ঈশ্বর নিশ্চুপ।
ঈশ্বর চিন্তিত
তাঁর মাথায় হাত
কী যেন ভাবছিলো চুপচুপ।
মাথায় হাত চিন্তিত ঈশ্বর আমার জান কবজ করার হুকুম দেয়ার পরপরই আমার পরজন্মের প্রসেসিং চলতে লাগলো।
ধাপ এক এ-
আমার চারটি পা গজালো
থুতুনিতে দাঁড়ি হলো
কন্ঠে ম্যা ম্যা ডাক।
মাথায় হাত চিন্তিত ঈশ্বর তখনো ভাবছেন।
ধাপ দুই এ-
ঈশ্বর তখন আমার খাদ্যচক্রের কথা ভাবছেন....
আমার সামনে পঁচাঘাস তার সামনেই ছিলো সুগন্ধি কোরমা পোলাও
আমি সুগন্ধি কোরমা পোলাওয়ে মুখ না দিয়ে মুখ দিলাম পঁচাঘাসে।
ধাপ তিন এ-
মাথায় হাত চিন্তিত ঈশ্বরের মুখে হাসি- 'হ্যাঁ পারফেক্ট! তোমার মায়ের দোআ কবুল হয়েছে! '

This is a translation of the poem Journalist by Sajal Ahmed
Tuesday, December 18, 2018
Topic(s) of this poem: poems
POET'S NOTES ABOUT THE POEM
সাংবাদিকরা ঈশ্বর না
COMMENTS OF THE POEM
Sajal Ahmed

Sajal Ahmed

Barisal
Close
Error Success