তখন আমায় উড়িয়ে নিও Poem by Arun Maji

তখন আমায় উড়িয়ে নিও

Rating: 5.0

একাকী রাত,
দমকা হাওয়া বাইরে।
মশারি বালিশ বিছানা
সবই আছে,
কেবল তুমি নেই।

হটাৎই
ঝমঝম নুপূরের আওয়াজ!
কে? কে ওখানে?
ধুসঃ এ তো বৃষ্টি!

কার যেন ফিসফাস।
মালবিকা! তুমি!
এই এলে বুঝি?
ধুসঃ এ তো বাতাস!

মনটা অজান্তে
কাকে যেন খুঁজছে।
কিন্তু কাকে?
মালবিকা!
আমার মালবিকা।

নেই নেই
আজও তুমি নেই।
অথচ
জ্যোৎস্নাতেও তুমি
ঝিঁঝিঁ পোকাতেও তুমি।

মাসটার
পয়লা দিনেই চলে গেছো।
পৌষ মাঘ গড়িয়ে
ফাগুন হতে চললো।
অথচ,
তুমি নেই।
তোমার চুলের সুগন্ধ নেই।
তোমার নুপূরের ঝমঝম নেই।
তোমার কাঁকনের ঝনঝন নেই।

বোশেখে যখন আসবে
বৈশাখীর ঝড় হয়ে এসো।
রইবো আমি
শুখনো একমুঠো পাতা হয়ে।

উড়িয়ে নিও,
তখন আমায় উড়িয়ে নিও।

© অরুণ মাজী
Painting: John William Godward

তখন আমায় উড়িয়ে নিও
Friday, October 20, 2017
Topic(s) of this poem: bangla,love,missing you
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success