আমার তুই কাব্য হবি?
হৃদয় ছেঁড়া শব্দে তুই
সাদা পাতা ভাসিয়ে দিবি।
রোদ ঝলমল হাসিতে তুই
শূণ্য পাতা ভরে দিবি।
বল, তুই আমার
স্বপ্ন আঁকার রঙ হবি!
আমার তুই কাব্য হবি?
কষ্ট বুকে স্রষ্টা হবি
নষ্ট চোখে স্বপ্ন হবি।
কথা হবি। গাথা হবি।
ছন্দ হবি। তাল হবি।
বল, তুই আমার
অনেক অনেক ব্যথা হবি।
আমার তুই কাব্য হবি?
কাঁকন ধ্বনির সুর হবি।
হলুদ নাভির লয় হবি।
ঝর্ণা দেশের আবেগ হবি।
আলতা পায়ের ছন্দ হবি।
বল, তুই আমার
কষ্ট বুকের সৃষ্টি হবি!
আমার তুই কাব্য হবি?
কৃষ্ণ চূড়ার রঙ হবি।
বসন্ত দিনে কোকিল হবি।
দূর্বা ঘাসে শিশির হবি।
ভেজা মেঘে রঙ হবি।
বল, তুই আমার
বিনিদ্র রাতে অশ্রু হবি!
আমার তুই কাব্য হবি?
রাঙা ঠোঁটে মৃত্যু হবি।
টোল গালে আগুন হবি।
উঁচু বুকে পাহাড় হবি।
হরিণ চোখে মায়া হবি।
বল, তুই আমার
মৃত্যু দেশের স্বপ্ন হবি!
বল না। একবার বল
আমার তুই কাব্য হবি?
© অরুণ মাজী
Painting: Hemen Mazumadar
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
অপূর্ব সুন্দর কবিতা। ছন্দহীন কবিতার যুগে ছন্দের শীতল দখিনা বাতাস। খুব ভালো।