অদ্ভুত ক্যানভাসে Poem by RAJAT GHOSH

অদ্ভুত ক্যানভাসে

সাদা ক্যানভাস একলা আস্ত ঘরে
আলতো আলো বৈকাল জুড়ে পরে,
কারা যেন আঁকিবুকি রং দিয়ে ভালো
তুলি টেনে দেয় খেয়াল খুশি যত গুলো!

অন্ধকারে ক্যানভাসে শুধু আঁকিবুকি গোনা
অনেক কথার প্রতিচ্ছবির অনুরণন শোনা,
মাঝরাতে কে চুপি চুপি টেনে দিলো কালি
ক্যানভাসে বুঝি জায়গা নেই আর একফালি!

তবুও কত চুপি চুপি পা এসে যায় ভোররাতে
কত তুলি জলরং খরচ হলো না জানি প্রাতে!
অবশেষে বুঝি সময় হয়েছে তালা খোলা দিনে
কোনো শিল্প এঁকেছে কি ক্যানভাস সহস্র ঋণে!

এক কি অবাক কান্ডখানা, কেমনে এ ক্যানভাসে
লিওনার্দো এঁকে ফেলেছে আজকের মোনালিসে!

Sunday, November 29, 2020
Topic(s) of this poem: reality
COMMENTS OF THE POEM
Himadri Sankar Das 29 November 2020

ভালো লাগলো

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success