সুখ অন্বেষণ অথবা ফাজলামো © অরুণ মাজী Poem by Arun Maji

সুখ অন্বেষণ অথবা ফাজলামো © অরুণ মাজী

বুকের মধ্যে জ্বলন্ত কয়লার আগুন যদি
ধরে রাখো তুমি, তো কি হবে?
বুক তোমার পুড়বে। তাই না?

হৃদয়ের মধ্যে হিংসেধরে রাখলে
হৃদয়ও তোমার জ্বলে পুড়ে ছাই হবে।
পুড়ার জ্বালায়ই যদি দিনরাত জ্বলবে
তো হাসবে কখন? গাইবে কখন?
হৈ হুল্লোড় ফকরামি করবে কখন?

বুকের মধ্যে হিংসে বিদ্বেষ বয়ে বেড়াবে,
অথচ তুমি সুখী আনন্দময় হতে চাইবে;
তা কখনো ঘটবে কি? সুখ কি সানি লিওনের
নগ্ন দেহ নাকি, যে যখনই তুমি দেখতে চাইবে,
তখনই তুমি দেখতে পাবে?

© অরুণ মাজী

সুখ অন্বেষণ অথবা ফাজলামো © অরুণ মাজী
Monday, December 17, 2018
Topic(s) of this poem: anger,greed,happiness,jealousy,joy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success