ঘুমক্কড় ঠাকরুন
ওমমা, খেঁদি আপা বুঁচি আপা ধিঙি আপা
শকুন পালক দিয়ে মোল্লা ওমরের কানে সুড়সুড়ি দিলি!
শুঁয়াপোকা ছিল বলে শাড়ি ফেলে প্যাণ্টুল ধল্লি আর
শব্দই ব্রহ্ম শুনে খেপে গিয়ে বলেছিলিস:
"শব্দ তো সাক্ষাৎ যম,
দ্যাখা দিকি তালাক মন্তর হেঁকে"
উরিব্বাপ, শব্দ তো শানবাঁধানো ইঁট ।
তুলতুলে ঢিপকপালি আপা ভারিভরকম আপা
এবার থালে নিজের সঙ্গে জেলখানাটা বইবি
আর সন্ধে-সকাল "আবে ঝমঝম" গিলবি?
দুগগাঠাকুরের সিওঁদুরখেলার
লেসবিয়ান হুল্লোড়ে তুই তো
লালে লাল হলি গালফোলা আপা!
জাহাঁপনা কি "আরবি" ছেড়ে বাংলা ধরেচেন?
ছুঁচের ফুটোয় নাকি অন্ধকার ছিল?
"ইনি ছামছুর ভাই", এও তুই বলেছিলি
"সবুজ পুদিনহরা গুলি খায়
নইলে মুখে ভাষা-পচা গন্ধ বেরুবে! "
"আগাগোড়া আস্ত একটা বাবা পাওয়া
খুবই মুশকিল আজকালকার দিনে, " বলেছিলি তুই,
"এখন যেগুনো আসে অতীতের পচা প্রতিধ্বনি ।"
ধাংড়ি আপা মুটকি আপা নাকচেপ্টি আপা
শার্টের জিপ খুলে তামাটে বুকের সেই লেখাটুকু দ্যাখা-না রে
"ভালোবাসা এইখানে ভালোবাসা এইখানে"
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem