তরূণ বয়সে অনেকে আমাকে পছন্দ করত না Poem by Malay Roy Choudhury

তরূণ বয়সে অনেকে আমাকে পছন্দ করত না

Rating: 5.0

"তরুণ বয়সে অনেকে আমাকে পছন্দ করত না"
আমি গরু-শুয়োর গাঁজা মদ খেতুম বলে নয়
গরু শুয়োর গাঁজা মদ খেয়ে
ওদের থেকে ঢ্যাঙা হয়ে যেতুম বলে নয়
ওদের মগজ বেঁটে করে দিতো আমার ছড়ানো টাকায়
আমি কিন্তু ঘেন্না করতে পারিনি
ওরা বেঁটে বলে
গরু আর শুয়োরেরা ঘেন্না করতো ওদের পালটাকে
ওরা নারীদের ভালোবাসতে জানতো না
বেশ্যাদের পাড়ায় গিয়ে নারীর ভালোবাসা খুঁজতো
অথচ নদীতীরে বসেই তো ভালোবাসা যায় স্নানরতা
পতিব্রতাদের জলের সঙ্গে খেলতে দেখে

Monday, January 27, 2020
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 04 February 2020

অসাধারণ লেগেছে //////////////////

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success