কোম্পানি ল-বোর্ডের আদেশ Poem by Malay Roy Choudhury

কোম্পানি ল-বোর্ডের আদেশ

কোম্পানি ল-বোর্ডের আদেশ
হুইল চেয়ারে লীন প্রেসনোটে যে-সংগীত জারি করা হল তারই নিচে
গাছে-ডালে ঝুলে আছে শুনানি না-করা মামলা থ্যাঙ্কিউসহ

পপকরণ তিন-এর উপ-প্রকরণ বাদ দিয়ে, লাভাংশ ঘোষিত হবে
গোধূলি-বেলায়, এই সাধারণ সভা কোম্পানির পুরা-সময়ের পুত্রবধূ

ডিরেক্টর পদে আজ নির্বাসিত হবেন নিশীথে
অনাদায়ী বিছানায় থাকা-খাওয়া বিমান ভাড়া বা

স্ব-স্ব পদে যে যারা দাঁড়াবে তিনি বোর্ডরুমে এসে
কায়াটি মাটিতে ফেলে ৩১শে মার্চের সাড়ে পাঁচটার আগে

ইকুয়িটি শেয়ারের প্রথম কাগজখানা বাজারে ছাড়েন, ওরা পাবে
হলফনামার কপি বনপথে পাখির বাসার মাঝে যারা ফেলেছিল

Friday, April 3, 2020
Topic(s) of this poem: lady
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success