খণ্ডীকরণের কোরাস
বিষে মরা শবের কবরে অন্ধকারের গোলাকৃতি ঘুলঘুলিতে
আচমকা ঢেউশিল্পী ডুবুরির সঙ্গে দেখা যার
বৈদ্যুতিক শক-হজম চেহারায় সারা বয়স কেটেছিল চাবির ফুটোয়
কানগরম ফিলমি-গানের সুরে দীক্ষার মন্তরে
মাছি-ভনভনে স্মৃতি থেকে পাওয়া সান্ধ্য পাখির কান্নায় যার
স্বরলিপি আসলে লরি-ঠাশা হাড়-জিরজিরে গোরুর গোঙানি
শুনে-শুনে কানায় কানায় বিষণ্ণ দোয়েল ডাকের মধ্যে পুড়ছিল
ইতিহাসের জন্যে ব্যথা-চিনচিনে মনকেমন
যে-মনকেমন কেবল ভালো স্মৃতিশক্তিযুক্ত জনৈক পিঁপড়ের
অনন্ত পর্যন্ত পাক-খাওয়া গলিপথ আর গলিপথ
এমন যে সেখানে ইলিশ-ঝাঁকের কন্ঠস্বর তুলে আনে
রোদের ফুঁয়ে থিরথির জোয়ারে উদোম নারীর হাসি
যার বুকের উঁচু-নিচু বালিতে কাদাকাঁকড়ার হাতের লেখায়
আঁশটে ছাপ রেখে যেতে চেয়েছিল ব্রোঞ্জপুরুষের দল ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem