ক্যাডারমঙ্গল Poem by Malay Roy Choudhury

ক্যাডারমঙ্গল

ক্যাডারমঙ্গল
আমি ভাবলুম বুঝি উপায় নেই বলে প্রেমে পড়তে হল
ফলে ঝড় উঠলে কে সামলাবে মগডাল না শেকড় বল দিকি

আমি ভাবলুম বুঝি মেঘেদের কি আর দশবিশ কিলো ওজন নেই
যে কেষ্টবিষ্টুর মড়া না পচলে শবযাত্রায় শোক হবে না

আমি ভাবলুম বুঝি দুপুর থেকে বাজবিদ্যুৎ ঝুলে আছে আকাশময়
তাই স্বপ্নের যৌনতায় মুখহীন যুবতীদের ডলফিন-দেহ ভিড়

আমি ভাবলুম বুঝি নরক অনেকটা মধ্য কলকাতার মতন
নারী-রহিত পুরুষ আর পুরুষ-রহিত নারী বিছানায় সংলাপ বেচে

আমি ভাবলুম বুঝি মাথার মধ্যে যখন কাঠর সিঁড়ি চড়ার শব্দ
চাষিরা বুটজুতো পায়ে উট-হাঁকিয়ে লাঙল দিচ্ছে মরীচিকায়

আমি ভাবলুম বুঝি রাঁঢ়বাজারে শততম প্রেমিকের আবির্ভাব হল
অথচ ফুলের টবে মাটি নেই শেকড়ে-শেকড়ে ছয়লাপ সংসার

Friday, April 3, 2020
Topic(s) of this poem: political humor
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success