শব্দে-শব্দে বিবাহবিচ্ছেদ
আসলে আমি
জিভে-খেলানো বেতার-রঙ্গে মাথা-মুড়োনো চাঁদ
লেড়কিছাপ ছোকরাদের ফাটলধরা আয়না থেকে বেরিয়ে
একশো ওয়াটের পাদপ্রদীপে ভোমরাভুরু মুদির ঠোঁটের ভাঁড়ে
বগল-কামানো খেজুররসে মোদোমাতাল তাগড়া ঝড়ের ফেরিঅলা
আসলে আমি
তালাবন্ধ মন্দিরের চোয়াল-ঝোলা সকালবেলায়
আদালতে জমা-দেয়া প্রেমপত্রের মাদুলিপরা ব্রয়লার-ঠ্যাং খুনি
কাক-পরিত্যক্ত ছাদ থেকে ঠেলে দেয়া ইডলিবুক খুকির হাতে
খড়ে গোছ দিয়ে পেটানো আধমরা হাওয়ায় বাদুড়-হিরো চড়ুই
আসলে আমি
শতেকখাগি সরকারের লাশের চোখে প্রাণভর্তি মাছি
হোমিওপ্যাথির কয়েকফোঁটা শিশির চেখে রসুনশ্বাস প্রেমিক
প্রকৃতির মুক্তাঞ্চল নষ্ট-করা মানুষের সংখ্যাচিহ্ণ ল্যাজে
চাবিদেয়া বার্ধক্যে কলের গানে গাইছিলুম শনিথানের হুকিংকরা ভজন
আসলে আমি
পেতলের রেণু-ওড়ানো কাঁসরঘণ্টায় ঘাম-কালোয়াত বজ্র
ঘোড়ার খুরে ছন্দতোলার পাথুরে পথে বাসি-নদীর জলে ভেসে
ল্যাংটামির মালিকানা ত্যাগের বয়সে পৌঁছে নির্ণয়ভারে কাবু
মাদারিখেল প্রযুক্তি চালিয়ে ঘোচালুম প্রতিলিপি আর নকলের তফাত
আসলে আমি
পয়গম্বরি ব্যবসায় লালে-লাল হিউজগতর মাল
জাতিস্মর বুদবুদে গপপো-বাহক রবারফোমের এমনই এক পশু
শব্দে-শব্দে বিয়েবিচ্ছেদ ঘটাতে ওৎ পেতেছি মলাট-দেয়া জ্বরে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem