বৃত্য Poem by Parimal Kumar Das

বৃত্য

বৃত্য ©pkdas241117
প্রেমের একটা অদৃশ্য বৃত্য আছে
একাকীত্বের নাভিমূলে যার জন্ম;
সেই বিন্দুর কক্ষপথ লীন হবে
ক্রমে, সেই আদিম নাভিমূলেই ।

যে আগুন জ্বলছে, তা নিভবেই
স্ফুলিঙ্গ হয়েই ফিরে আসবে;
ভালোলাগা তো অমর নয়
সে ফিরবেই জঠরের কাছে ।

মাঘের রাতে যে উষ্ণতা,
যে নিবিড়তা করেছো উজাড়
আমার একাকী বোধ-মূলে,
জানি, সেশতায়ু নয় ।

প্রেমের যে বৃত্যে আমরা ঘুরছি
তা অনন্তকাল কক্ষেরই অধীন
এসো, বৃত্যের বিন্দুতেই ফিরে যাই,
নতুন প্রেমের বীজ রোপণ করি ।

Saturday, December 30, 2017
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success