নারী, প্রেমের সাক্ষাত-মূর্তি তুমি।।জয়শংকর প্রসাদ Poem by Rahman Henry

নারী, প্রেমের সাক্ষাত-মূর্তি তুমি।।জয়শংকর প্রসাদ

Rating: 5.0

নারী, প্রেমের সাক্ষাত-মূর্তি তুমি।। জয়শংকর প্রসাদ

.
এখন জেনে ফেলেছি—
দুর্বল নারী আমি।
বাতাস-কোমল রূপই
আমাকে পরাজিত করছে প্রত্যেকের কাছে।

কিন্তু কেন অামার মন
স্বয়ং কোমলতায় গড়ে উঠছে?
আর কেন আমার কালো চোখ দুটো
আচমকা কান্নাজলে কুয়া হয়ে উঠছে?

নিজেকে সম্পূর্ণত পরাজিত করতে,
দীর্ঘ এক বৃক্ষচ্ছায়াকে বিশ্বাস করতে,
সেখানে নীরবে শায়িত হতে,
কেন আমার বাসনারা প্রেমাবর্তের মধ্যে বেড়ে উঠছে?

বিশ্বাসের রজতপর্বত তলে,
নারী, প্রেমের সাক্ষাত-মূর্তি তুমি।
জীবনের মনোরম প্রান্তরে
বহামান রাখো তোমার অমৃতনদী।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জয়শংকর প্রসাদ (৩০জানুয়ারি ১৮৯০- ১৫ নভেম্বর ১৯৩৭) : খ্যাতিমান ভারতীয় কবি, গল্পকার, ঔপন্যাসিক ও নাট্যকার। সংস্কৃতপ্রধান হিন্দিতে সাহিত্য রচনা করেছেন জয়শংকর। জন্ম: বৃটিশ ভারতের বেনারস রাজ্যে, সেখানেই মৃত্যুবরণ করেছেন।
.

*
#JaishankarPrasadPoems
.

This is a translation of the poem Woman, You Are Love Incarnated by Jaishankar Prasad
Tuesday, January 30, 2018
Topic(s) of this poem: love,love and life,woman
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success