নিঃসঙ্গ জুতাটি রাস্তায় পড়ে আছে ।। মিউরিয়েল স্পার্ক Poem by Rahman Henry

নিঃসঙ্গ জুতাটি রাস্তায় পড়ে আছে ।। মিউরিয়েল স্পার্ক

Rating: 5.0

নিঃসঙ্গ জুতাটি রাস্তায় পড়ে আছে ।। মিউরিয়েল স্পার্ক

.
বিষণ্ন একপাট জুতা যা কেউ একজন ছুঁড়ে ফেলেছে
কোনও ব্যক্তিগত গাড়ি বা ট্রাক থেকে। শুধু একটা কেন?

প্রত্যেক চার বছরে এরকম ঘটনা গড়ে একটা না একটা
ঘটছেই। অথচ আমার সমগ্র জীবন
জুড়ে, আমার ভ্রমণপথগুলোতে, ব্যাপারটাকে
একটা স্মারক হিসেবে দেখি আমি। কিছু একটা
স্মরণে রাখতে ভুলে গেছি

যে, জীবনে সর্বদাই রয়েছে
অসংখ্য রহস্যময়তা। যে, আমাদের ব্যবহৃত জুতাগুলো
সব সময়ই আর যুগলে থাকে না। যে, একপাট পায়ে লাগে,
অন্যটা খাপ খায় না। যে, শিশুরা না ভেবেই এবং
হেসে খেলেই শনাক্ত করতে পারে কারও জুতা, বিচ্ছিন্ন হয়ে গেছে
তার জীবন থেকে।

কিন্তু যে জুতাটা আমি দেখছি
স্বভাবতই একজন পুরুষের, পুরনো, ছেঁড়া, ওপরের অংশ থেকে
খুলে গেছে তলাটা। তাহলে
এর মালিক অন্যটা কেন রেখে দিয়েছে,
নিজের করে রেখেছে? সে কি
ভয় পেয়েছিলো (যেমন আমি অনুভব করছি
অচেনা এই বস্তুটির অনুভূতি)ওর অনুভূতিকে আহত করতে?
রাস্তার সেই একপাট জুতা আমার উদ্বিগ্নতা আর
আমার দুঃখবোধকে উসকে দিচ্ছে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* মিউরিয়েল স্পার্ক (১ ফেব্রুয়ারি ১৯১৮ - ১৩ এপ্রিল ২০০৬) : স্কটল্যান্ডের কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম এডিনবার্গে; মৃত্যুবরণ করেছেন ইতালির ফ্লোরেন্সে। ২০০৮ সালে, দ্য টাইমস, ১৯৪৫ পরবর্তী ৫০ জন মহোত্তম বৃটিশ লেখকের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে র্স্পাকের অবস্থান ৮ম।
.
*
#MurielSparkPoems
.

This is a translation of the poem The Lonely Shoe Lying On The Road by Muriel Spark
Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: life,loneliness,lonely,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success