ভাঙন Poem by Abdul Wahab

ভাঙন

ব্যবসা করলে বাড়ে পুঁজি টাকা
চর্চা করলে বাড়ে জ্ঞান বুদ্ধি
তবে ব্যবসা আমি করি না করবো না
তবু আমি হয়েছি বিশ্বের অন্যতম ধনী
এখন ডুবলে ডুব দিই সাগরের তলে
উথলে উঠি তো উঠি পাহাড়ের চুড়ায়
আমার নিঃশ্বাসে ঝরে বিশ্বাস কঠিন
গায়ে লাগে ফুরফুরে হাওয়া অফুরন্ত
তবু হই না আমি বদ অহংকারী
গর্ব আমার পদতলে ছুটন্ত স্রোত
মাথার উপরে দুরন্ত ডানাযুক্ত মেঘ
মেঘের ভেতরে লুকনো থাকে কি? বিদ্যুৎ
আমি তারই শেষ ক্ষুদ্র অংশ নীলাভ
তবে আমি গর্জাই না, করিনা বড়াই
হম্বিতম্বি বড্ড ছোটলোক ক্ষুদ্র দরিদ্রের প্রসাধন
আমার ধন তো আমার ঘিলু আমার মগজ
যা সারা বিশ্বজুড়ে প্রসারিত বিকশিত বিস্তৃত
তবু আমার বিকৃতি নেই আমি শিশির সিক্ত
ভগ্ন এক বিন্দু উড়ন্ত ধুলো তুলো
কেননা ধোলাইয়ের পাড়ে আমি শুধু ভাঙ্গি
ভাঙন আমার নিত্য ধর্মকাজ মহাযজ্ঞ
কর্ম আমার ভুনাইয়ের হাতা ধুনাইয়ের তার সত্য
কেউ জানুক আর না জানুক আমি জানি
ভাঙন ক্রিয়ায় লুকিয়ে থাকে সৃষ্টি রহস্যের সৌন্দর্য ।

Friday, March 2, 2018
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success