সময়বীজ Poem by Hanzala Han

সময়বীজ

সময় এক সুগন্ধি বারুদ; একটা হলুদ বাগান ভুল করে ঢুকে পড়ে তারাদের ছায়াপথে; চাঁদ ওঠার আগে কপালে গালে চিবুকে আলতা মেখে মেহেদি গাছের তলায় দাঁড়িয়ে বিয়ের গীত গায় কনে, জোয়ার আসার আগে নদীর তীরে কাস্তে হাতে পানি কাটার কেচ্ছা বলে বর;

জগৎ পিষে চলে অবিরাম সময়বীজ; হাজার চিন্তার মধ্যে এক দলছুট পুরুষ মৌমাছির মনে পড়ে রানির কথা; আহা, ধবধবে সাদা এক ঘোড়া কেশর উড়িয়ে ছুটে চলে গভীর বনের দিকে;

স্থির আর অস্থির- পাটা আর শিল, এই দুই বিভ্রমের মধ্যে জীবন এক সুগন্ধি ফুল;

This is a translation of the poem Time-Seeds by Hanzala Han
Monday, March 5, 2018
Topic(s) of this poem: mystic
COMMENTS OF THE POEM
Hanzala Han

Hanzala Han

Sirajganj, Bangladesh
Close
Error Success