প্রেম সাদকা Poem by Abdul Wahab

প্রেম সাদকা

এক চোখ খোলা রেখে এক চোখ বন্ধ করলাম
আমি জানি, শোভা দেয়না আমাকে এ আচরণ
ক্ষমা কর আমাকে, হে রূপসী
আমি তোমারি সৌন্দর্যের প্রশংসক, তোমারি নবাগত বিনীত
দু -চোখ যা তোমাকে দেখাতে পারেনি, দেখাল তা এক চোখ
তুমি এখন আমার মনের কোঠায়
ইচ্ছার সবুজ পাতায় এক ঝিলিক অবাক বিন্দু
তাই আমার এই নিরুপায় পদক্ষেপ
ঠোঁট কামড়িয়ে নাও এ সাদকা, এ প্রসাদ
যতদিন থাকবে এ দেহে এ প্রান স্মরণে রাখবো তোমার ঐ ওষ্ঠ যুগল
যদি ভ্রুক্ষেপ না কর, কর প্রত্যাখ্যান
তাতেও আপত্তি নেই তবে কানের দুল ঝটকাও, ফুলাও নাক
কুঁচকাও ভুরু, হাসি মুখে তুলে নেবো
বুঝে নেবো এটা ছিল আমার জন্য আশীর্বাদ ।

Wednesday, March 7, 2018
Topic(s) of this poem: love and art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success