সাথী Poem by Madhabi Banerjee

সাথী

চলার পথে বাতাস বলল-আমাকে সাথী করো
আকাশবলল-আমাকে সাথী করো
মেঘবলল-আমাকে সাথী করো
আলো বলল-আমাকে সাথী করো
পাহাড়বলল-আমাকে সাথী করো
নদী, সাগরবলল-আমাকে সাথী করো
ধন সম্পদবলল-আমাকে সাথী করো
সুখ বলল-আমাকে সাথী করো
আনন্দবলল-আমাকে সাথী করো
সাফল্যবলল-আমাকে সাথী করো
দুঃখ বলল-আমাকে সাথী করো
আমি তো আছি তোমার সাথে
সহসা এক সত্য পিছু ডাকে-আমাকে সাথে নিতে ভুলো না যেন
আমি বিদায়
আমি বিদায়কে সাথী করলাম

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success