অর্ধমৃত Poem by Darshan Sahoo

অর্ধমৃত

কয়েকশো হজমি বড়ি ফেল,
নিঃসঙ্গতা লিভারটা খেলো কুরে;
ফুলের বনে তবু আজও তোলে ঝড়
রুক্ষ বাতাস ধুধু মরু জুড়ে।


রক্তাক্ত হৃদয়ের গায়ে সহস্র ক্ষত
মত্ত হাওয়া খামচে নিয়েছে মুঠো মুঠো বালি,
বৃষ্টি সেতো আর আসেনি ভুলেও
সাজিয়ে রেখে গেছে অজস্র কাঁটাঝোপের ডালি।


তপ্ত বালুকণারা পদে পদে দিচ্ছে ছেঁকা
ঝোপের আঁচড়ে বুক ফেটে ঝরছে রক্ত,
টের পাচ্ছি আজ হাড়ে হাড়ে
প্রাণহীন ধড়ে বাঁচা ভারী শক্ত।

Wednesday, September 5, 2018
Topic(s) of this poem: sad
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Darshan Sahoo

Darshan Sahoo

Shyampur, Howrah
Close
Error Success