না পাওয়ার বেদনায় Poem by Diamond Bhuiyan

না পাওয়ার বেদনায়

না পাওয়ার বেদনায় জ্বলে-পুড়ে হয়ে গেছো নীল!
সামনে ছিল বদল-ভোদাই, ধরে কষে মেরেছো কিল।
কথার ফুলঝুড়িতে বুঝাও, কত তোমার-আমার মিল!
কাজের সময় কাজী সাজ, কাজ ফুরালে পল্টির সীল।

পার না ছিড়তে নরম বালিশ, ফোটাও কথার ফুল।
ভুলকে দেখলাম ঠিক বানাও, ঠিককে বানাও ভুল!
সৎ সাহসে পার না দাঁড়াতে, পেছনে ফোটাও হুল।
পারলে ছিড়ো নিউজ পেপার, পাও কিনা দেখ কূল!

ওব্বাই বিশাল বুজুর্গ দেখি, ফলাও গদ্য-পদ্য-বাণী।
তোমার সাহিত্য পড়ে, মরছে মীর জাফরের নানী!
তোমার কথা কব না আর ভাই, তুমিই সেরা মানি।
জানি তোমার ট্যাংকী ভরা আছে, তেলতেলা পানি।

Tuesday, October 30, 2018
Topic(s) of this poem: facts
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 31 October 2018

Grapes are sour for deprived fox! /// nice satire

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Diamond Bhuiyan

Diamond Bhuiyan

Bangladesh
Close
Error Success