Diamond Bhuiyan

Diamond Bhuiyan Poems

চোখের মাঝে স্বপ্ন দেখি ভালবাসার টানে,
সেই স্বপ্ন জুড়ে তুমি আছ দু নয়নের কোণে।
মনের মাঝে গল্প লেখি ভালবাসার টানে,
গল্প জুড়ে তুমি আছ পটভূমির সনে।
...

গভীর জলে অথই তলে,
খুঁজি জল পরীরে।
আকাশ পানে আপন মনে,
খুঁজি মন ঘুড়িরে।
...

ভাল লাগে ডানা মেলে আকাশে উড়তে,
ভাল লাগে তোমার মেহেদি রাঙা হাতটা ধরতে।
ভাল লাগে সব ভুলে গলা ছেড়ে গাইতে গান,
ভাল লাগে রংধনু দিয়ে রঙিন করতে প্রাণ।
...

উদাসী আমি, আভিমানী তোমার মন।
ঝগড়া করবে বলে কি করেছ পণ?
ভালবাসি তোমায়, কভু করিনি গোপন।
উদাসী হলেও তো, দিয়েছি আমার মন।
...

একটা কবিতার উপমা খুঁজে না পাই,
বল তো এখন কবি গুরু কোথা পাই?
আমার কবিতার উপমায় তোমাকে পাওয়ায়,
কবি গুরু থাকে এখন শুধু বইয়ের পাতায়।
...

হিয়ার মাঝে যতন করে গড়েছি তাজমহল।
সেই মহলে তুমি এসে দিলে কেন টহল?
আঁখি পানে স্বপ্ন ছলে দেখেছি নীল কমল।
সেই কমলে তুমি কেন ভরে নিলে আঁচল?
...

আমার কবিতা যদি শুনতো কবি গুরু,
শুধাতো মোরে, বাছা একি করিলে শুরু?
এভাবে যদি সবাই কবিতা লিখা করে শুরু,
তবে ছাগল দিয়া চাষ করিত, লাগত না গরু।
...

~ কাজ নাই আজ ~

কাজ নাই আজ,
বসে বসে খই ভাজ!
...

কাঁদছি মোরা আপন মনে স্মৃতি হারাবার;
আসছি মোরা নতুন সুরে গাইব গান আবার।

ছিন্ন হয়ে অনেক দূরে করেছি বসবাস;
...

তুমি আমায় রংধনু দিও,
দিগন্তের ক্যানভাসে মনের ছবি এঁকে দিব।
তুমি আমায় মেঘ দিও,
বৃষ্টি জলে মনের কষ্ট ধুয়ে দিব।
...

আকাশে বাতাসে আনন্দের ঘনঘটা,
শোক দিবসে নাই শোকের ছিটেফোঁটা!

গগণবিদারী শব্দে কানের তব্দা বাজে,
...

না পাওয়ার বেদনায় জ্বলে-পুড়ে হয়ে গেছো নীল!
সামনে ছিল বদল-ভোদাই, ধরে কষে মেরেছো কিল।
কথার ফুলঝুড়িতে বুঝাও, কত তোমার-আমার মিল!
কাজের সময় কাজী সাজ, কাজ ফুরালে পল্টির সীল।
...

বাংলা আমার প্রভাত ফেরি,
বাংলা আমার রঙিন ঘুড়ি।
বাংলা আমার সোনার তরী,
বাংলা মায়ের হাতের চুড়ি।
...

সামাদ যখন ছোট ছিল,
নানুর কোলে মুতে দিল।
নানু পাছায় চড় দিল,
সামাদের চোখে পানি এলো।
...

যদি কভু আমায় পড়ে মনে,
খুঁজতে যেও না জলে নির্জনে,
আমায় পাবে তোমার হৃদয় কোণে,
এই কথাটি রেখ মনে মনে।
...

এ কেমন আজব সময় আইলোরে ভাই,
বছরে একবার শুধু ভালবাসার গান গাই।
এখন তো দেখি ভালবাসার কোন বেইল নাই,
যারে দেখি তারেই ধরে গার্ল ফ্রেন্ড বানাই।
...

তুমি কেমন এমন একটা মাইয়া
কথায় কথায় কর ভাইয়া ভাইয়া
দেখ একবার আমার দিকে চাইয়া
আমি মরি যে ধরফরাইয়া।
...

সব কথা বলা যায় না।
কিছু কথা বলতে মানা।
কিছু কথা জানতে চেও না।
কিছু কথা বুঝে নিলে হয় না?
...

আহারে বাহারে পাহাড়ে,
কী করে বুঝাই যে তোমারে,
তুমি ছাড়া বুঝাব কাহারে,
তুমি যে ধরেছ আমারে,
...

Diamond Bhuiyan Biography

President's Rover Scout,2010 Senior Rover Mate Representative, Bangladesh Scouts Dhaka District Rover (2010-2011) President, Rover-in Council, Jagannath University Rover Scout Group (2011-2012) Senior Rover Mate, Jagannath University Rove Scout Group (2008-2012) Member, Program Task Force, Bangladesh Scouts National Service Award (2010) Member, Executive Committee, Jagannath University Ex-Rove Scout Association (JUERSA) Ex. President, Versity Boys Club.)

The Best Poem Of Diamond Bhuiyan

ভালবাসার টানে

চোখের মাঝে স্বপ্ন দেখি ভালবাসার টানে,
সেই স্বপ্ন জুড়ে তুমি আছ দু নয়নের কোণে।
মনের মাঝে গল্প লেখি ভালবাসার টানে,
গল্প জুড়ে তুমি আছ পটভূমির সনে।
গহীণ বনে কাব্য লিখি ভালবাসার টানে,
কাব্যের মাঝে তুমি আছ ছন্দ গুলো বুনে।
গোধুলী বেলায় গান গেয়েছি ভালবাসার টানে,
গানের মাঝে তুমি আছ সুরের বাতায়নে।
আকাশ পানে ছবি এঁকেছি ভালবাসার টানে।
ছবির মাঝে তুমি আছ রংধনুটার মনে।

Diamond Bhuiyan Comments

Diamond Bhuiyan Quotes

The real way to get respect from other, pay them the real respect accordingly.

Scout uniform is the source of Scouting passion.

Robotic life destroyed the hidden treasure of humans' creativity!

Diamond Bhuiyan Popularity

Diamond Bhuiyan Popularity

Close
Error Success