বিচ্ছেদের ছেদ Poem by A K Sarker Shaon

বিচ্ছেদের ছেদ

Rating: 5.0

তোমাতে আমাতে পরতে পরতে
চির বিচ্ছেদ চিরায়ত!
জাগরণে ছেদ স্বপনেও ছেদ
ছেদে হৃদয় ক্ষত বিক্ষত!

ছেদে ছেদ বাড়ন্ত খেদ
জগলু জ্বলে অঙ্গার!
গৃহত্যাগী বন যোগী
তবুও ছেদে নাই নিস্তার!

ছেদ সতত দিবারাত্রির মত
যেন অনন্ত দৈরথ রেল পথ!
সামনে চলে সমান্তরালে
মিলনে বিঘ্ন প্রকট!

সাঁঝ সকালে ক্ষণকালে
আলো-ছায়ার মিলন!
প্রাতে মাতে সায়ে পাতে
নিশ্চুপ বিশ্ব ভুবন!

হৃদয়ে নেই ছেদের খেই
নাই আলো আঁধারের খেলা!
ভবের দুঃখিনী সেথা মহারানী
সুখ সরোবরে ভাসায় ভেলা!

নাই লয় নাই ক্ষয়
হৃদয়ে অক্ষয় সে প্রণয়!
দেহান্তরেও মন অনড়ে
বিচ্ছেদের পরাজয়!

কবিতাঃ বিচ্ছেদের ছেদ
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
২৮ জুলাই ২০২১

বিচ্ছেদের ছেদ
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success