আমন্ত্রণ Poem by Sakib Ahmmed

আমন্ত্রণ

Rating: 5.0

এসো না ভাই মাংস-রুটি খাই
আর আমোদ-প্রমোদ গাই!

বোম্বাগড়ে উড়িয়া যাই
মেঘলাভেলায় চড়ে
আকাশ থেকে নামব মোরা
সাতরাস্তার মোড়ে
সেইখানেতে ঘুমিয়ে আছে
স্বপ্নবুড়োর ছেলে,
তোমার সঙ্গে বেড়াব আজ
মাংস-রুটি পেলে ৷

এসো, এসো, পান্তাভুতের ছানা!
তোমার সঙ্গে ভাগ করে খাই
গরম গরম খানা!
সেদ্ধ করা মজ্জা-মূলো
হাত বাড়িয়ে নুলোনুলো
মজার মজার কাকড়াগুলো
খাইতে না'ক মানা,
জোসনা রাতে আলোর ঝাড়ে
ঝকঝকিয়ে জোনাক উড়ে
মধুর সুরে গাইব মোরা
ভূতের রাজার গানা ৷

Tuesday, February 5, 2019
Topic(s) of this poem: fantasy
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 06 February 2019

পড়ে ভালো লাগলো...........................

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sakib Ahmmed

Sakib Ahmmed

Tangail, Bangladesh
Close
Error Success