কথা ছিল নাকি? Poem by parvez sazzad M

কথা ছিল নাকি?

কথা ছিল বন্ধু একে অপরের সঙ্গে জড়িয়ে থাকব যতদিন বেঁচে আছি,
কথা ছিল একটু একটু করে ভাগ করে নেব যত ভার, যত বাঁধা বিপত্তি,
বেঁচে আমরা আছি, স্বপ্নেরা বেঁচে নেই, সেই দিনগুলির মতো কিছু আর নেই,
পাল্টে যদি যেতেই হবে, তবে অনেক আগেই পাল্টে গেলাম না কেন?
কেন এই রকম ভাবে বেঁচে থাকতে হবে? এমন তো কথা ছিলনা বন্ধু ।
বন্ধু পর্ষদের সেই দিন রাত গুলি কি তবে কিছুই ছিলনা? নাকি ভ্রম?
নাকি আমরা আর বেঁচে নেই?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
parvez sazzad M

parvez sazzad M

Bangladesh
Close
Error Success