মৃত্যুও একটি প্রতিশ্রুতি Poem by Soumen Chattopadhyay

মৃত্যুও একটি প্রতিশ্রুতি

Rating: 5.0

যেতে পারিনি এখনো তত কাছে
তোমাদের হৃদয়ের যত কাছে যেতে চেয়েছিলো মন,
নিঃশব্দে পরন্ত বেলা ডেকে নিলে
সকলের মুখ বুকের প্রাচীনতম নদীজলে ভাসে


পিছনে রইলো প'ড়ে প্রতিশ্রুতির
গোপন সেইসব কথা গুলি
বেদনার সমূহ বৃত্তের নগ্ন অন্ধকারের ঘনিষ্ট পথে;
যেখানে প্রান্তিক দুঃখে
নতুন আলোর নিঃসঙ্গ বিস্তারে
মাতৃগর্ভের নীরব ভ্রুন জেগে ওঠে;
সিক্ত হয় স্মৃতির কাঁপনে

জোড়া শালিখের মতো অঘ্রানের নীরব রোদ্দুরে
আমরা উড়েছি বহু কবিতার জন্ম দিতে

এখন শুধুই রক্ত ঝরে
শাখা প্রশাখা সবুজ পাতার মরমী শিরা ছিঁড়ে
রক্ত ঝরে যে সুরে বাতাস কাঁপে
এই মহাস্বাক্ষর দুঃসহ দিনে
রেখে গেলাম তোমার চেতনার মাঠে...

সন্ধ্যা নেমে এলো—
ডানার সঞ্চারে ক্লান্ত পাখি
গাছগাছালির অলিন্দে ফিরেছে অবসর নিতে

বাউল, গ্রামের মেঠো পথের পুকুর পাড়ে
অরুন্ধুতি বিশাখার অন্তরে
নতুন পৃথিবীর স্বপ্ন দেখে...

সেই নিরীহ বাসনা নিয়ে লাল ধুলো
উড়ে উড়ে যায় গোধূলি আকাশে

ততদূর যেতে পারি কই যতটা যাবার ছিল
তোমাদের রক্তস্রোতের অন্তরে
বিদায়ের আগে শুধু রক্ত ঝরে
প্রতিশ্রুতির শরীর ভেঙ্গে শুধু রক্ত ঝরে

মৃত্যুর ভেতরে অন্য এক প্রতিশ্রুতি
হৃদয়ের সুক্ষ ধমনীতে রয়ে যায়
রৌদ্রময় জীবনের স্রোতে
অরুন্ধুতি বিশাখার আলোর গভীরে...

যেতে পারিনি তোমার তত কাছে
যতটা চেয়েছি যেতে....

মৃত্যুও একটি প্রতিশ্রুতি
Tuesday, August 11, 2020
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 16 August 2020

মৃত্যু সে অলিখিত সংবিধান জন্মের জন্মগুলি কোষ-অনুকোষের মতো কুটুম্বিতা করে আর মৃত্যু ছিড়ে ফেলে সে বন্ধন খুলে দেয় অনিরুদ্ধ রহস্যময়ী পথ

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success