নীল মলাটের ডায়েরী Poem by mashroma emroze

নীল মলাটের ডায়েরী

আমার নীল মলাটের ডায়েরীটার সবই শূণ্য পাতা,
আমার বড্ড অলস কলমখানা পায়না খুঁজে কথা।
আমি এত ভেবেও মনের কথা মনেই থেকে যায়,
আমার এত আপন ডায়েরীটা একলা পড়ে রয়।
নীল মলাটের ডায়েরী, তোর কিসের এত ব্যাথা?
আমি লিখতে বসে সুখের কথা লিখি দুঃখের গাঁথা।
তুই নীল বলে কি আমার জীবন রঙিন হতে নেই?
নাকি চাস আমার দুঃখ সবই তোকে দিয়ে দেই?
নীল মলাটের ডায়েরী, তুই ভীষণ ভালোবেসে,
আমার দুঃখ সুখের জীবনটাতে থাকিস সদা পাশে।

COMMENTS OF THE POEM
James Mclain 07 February 2014

The earth my page, and blue my idle was....iip

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success