এমন মধুর দিন Poem by Dipankar Sadhukhan

এমন মধুর দিন

Rating: 1.0

বৈশাখে দেখিনি আমি এ মধুর দিন;
দখিনা বাতাস বহে প্রাণ যায় ভরে।
সূর্যের প্রখর তাপ হয়েছে বিলীন;
বাতাসের সাথে যেন গাছ খেলা করে।

সাদা মেঘ দল বেঁধে উড়ে যায় দূরে;
বধূরা কাপড় কাচে পুকুরের ঘাটে।
পাখীরা সঙ্গীত গায় মধুময় সুরে;
চাষীরা মনের সুখে মাঠে ধান কাটে।

ছোটরা এমন দিনে মেতেছে খেলায়;
মাছরাঙা মাছ ধরে আনন্দ উচ্ছ্বাসে।
গবাদি পশুরা মাঠে চরে ঘাস খায়;
অগণিত রাজহাঁস সরোবরে ভাসে।

প্রকৃতি সজ্জিত আজ নূতন বসনে;
আবেগ উচ্ছ্বাস তাই সকলের মনে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৯ শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২রা মে, ২০২২।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success