স্বাধীনতাকামী ফিলিস্তিনের স্মরণে জেগে উঠো বিশ্ববাসী মুসলমান Poem by Mir Munirul Islam Salim

স্বাধীনতাকামী ফিলিস্তিনের স্মরণে জেগে উঠো বিশ্ববাসী মুসলমান

বিশ্ববাসী মুসলমান-
উঠোরে জেগে নিদ্রা ছেড়ে, বিশ্ববাসী মুসলমান
চেয়ে দেখো আজ দুর্যোগে ঘেরা, ফিলিস্তিন লেবানন।
টিভি বেতার আর কাগজের পাতায়, ভাসিয়া উঠিছে করুণ সুর
ফিলিস্তিনের বুকে রাক্ষসী ঝড়ে, খুন ঝরিছে বেদনাতুর।
উত্তপ্ত বুলেটের নিঠুর আঘাতে, লুটায়ে পড়িছে নিরীহ প্রাণ
ইহুদী নাসারার নিঠুর শিকারে আজ, লক্ষ লক্ষ মুসলমান।
পাক ভূমির ওই উপাসনাদ্বারে, গর্জিয়া উঠিছে তোপ কামান
মুসলিম খুনে কোরবানী দিয়ে আজ, স্ফুর্তি করিছে নর শয়তান!

রে নাফরমান!
জেরুজালেমের আল্ আক্সায় কেবা হানিস আঘাত, কোন্সে নরাধম
ফিলিস্তিনের ওই পাক ভূমিতে, কেনো শোনা যায় আজ মাতম?
কোথা আজি তোরা দিয়াছিস হাত, হানিয়াছিস কোথা নির্লজ্জ আঘাত
মুসলমানের প্রাণকেন্দ্রে কেবা করিস আজ ওরে, নগ্ন শেলাঘাত?
সারা বিশ্বে উঠেছে কাঁপন, ওই চেয়ে দ্যেখ্ নাফরমান
হুঙ্কারে আজ ফাটিয়া পড়িছে, বিশ্বাবাসী মুসলমান।
চেয়ে দ্যেখ্ আজ বিশ্ব মুসলিমে, নেমেছে কেমন একতার ধারা
হুঁশিয়ার যত ইহুদী নাসারা, হুঁশিয়ার যত অবিশ্বাসী ধর্মহারা।

মুসলিম খুনে আজো আছে তেজ, যায়নিকো নিভে ধর্মের বাতি
বজ্র নিনাদে গর্জিয়া উঠিবে সহসা, দিবে না কারেও অব্যাহিত।
ধর্য্যরে বাঁধ টুটিয়া যবে, ছুটিবে বিশ্ব মুসলমান
পালাবার আর পথ নাহি রবে, ওরে ইসরাইলী নাফরমান!

ওঠোরে জেগে নিদ্রা ছেড়ে, বিশ্ববাসী মুসলমান
চেয়ে দেখো আজ দুর্যোগে ঘেরা, ফিলিস্তিন লেবানন।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success