জাগো মুসলমান জাগো Poem by Mir Munirul Islam Salim

জাগো মুসলমান জাগো

জাগো মুসলমান জাগো
বিশ্বা মুসলমান জাগো
নীরবতা আর অলসতা ঝেড়ে
জেগে ওঠো সব জাগো।
বিশ্ব মুসলিমের নীলাকাশে আজ
মহাদুর্যোগের ঘনঘটা
অন্যায় অবিচার জুলুমের ত্রাসে
বাজিয়া উঠিছে মৃত্যু ঘন্টা।
নেই কোনো সাহস প্রতিরোধ রোষ
নেই ধমনীতে উষ্ণতা
ইসলামের টানে ভ্রাতৃত্ব বন্ধনে
নেই কোনো আজ ক্ষিপ্রতা।
রাষ্ট্রে রাষ্ট্রে মুসলিম জাতি
হচ্ছে কত আজ অপদস্থ
ভিটে মাটি ছাড়া সম্পদ হারা
কতনা মুসলিম বিপদগ্রস্ত।
ওই ফিলিস্তিন কাশমীর আফগান
চেসনিয়া বসনিয়া ইরাক হারজেগেবিনা
অহরহঃ আজ খাচ্ছে শুধু মার
নেই কোনো কারো মাথা বেদনা।
কত বৈঠক কত মিটিং
কতনা সমাবেশ সম্মেলন
একের পর এক হচ্ছে কেবল
কোথা আজ তার সমাধন।
নেই কোনো পরিবর্তন মুসলিম জাতির
আরাম আয়েশে কাটছে বেশ
ভোগ বিলাসে ডুবে গিয়ে আজ
মুসলিম ঐতিহ্যের করছে নিঃশ্বেষ।
সারা বিশ্বের মুসলমান আজ
দেখছে কেবল তামাশা
ইহুদী নাসারার নিঠুর নিষ্পেষণে
মুসলমানের মরণ দশা।
হায় আফসোস মুসলমান মোরা
একে অপরের সবে ভাই
মুসলিম বিশ্বের মহাসঙ্কোটে
কারো করার কিছু আজ নাই।
জেগে ওঠো যত
বিশ্ববাসী মুসলমান
ইহুদী নাসারা দেখে আজ হোক
ভয়ে আতঙ্কে কম্পমান।
বিশ্ব মুসলিমে আসুক আবার
ভ্রাতৃপ্রতিম একতার জোয়ার
মুসলিম নিধনে ইহুদী নাসারা
পায়না যেনো সাহস কভু আর।
জাগো মুসলমান জাগো
বিশ্ব মুসলমান জাগো
নীরবতা আর অলসতা ঝেড়ে
জেগে ওঠো সব জাগো।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success