সহজ প্রস্ন Poem by Abdul Wahab

সহজ প্রস্ন

Rating: 5.0

সহজ প্রশ্ন

কত কবিতা লিখলে পরে কবি হওয়া যায়
কত জল সন্তরন করলে পরে সাঁতারু হওয়া যায়
কী কী করলে পরে দু-পায়া জন্তটাকে মানুষ বলা যায়
প্রস্ন গুলি ভাসে আকাশে - বাতাসে ঐ দূর নীলিমায়
উত্তর খুঁজে দেখ আছে জলজ আয়নায় ।

আলো দিতে দিতে সবিতা কবে যাবে নিভে
ব্রমাণ্ড কেন বর্দ্ধিত হয় সংকুচিত হয়
জীবন এতো কেন ভারী হাল্কা কবে হবে
প্রস্ন গুলি আছে আকাশে -বাতেসে ঐ দূর নীলিমায়
উত্তর খুঁজে দেখ আছে জলজ আয়নায় ।

Friday, July 18, 2014
Topic(s) of this poem: questionku
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success