<<<<<ওগো বিদেশিনী Poem by Abdul Wahab

<<<<<ওগো বিদেশিনী

Rating: 5.0

ওগো বিদেশিনী

চেনা চিনীর কি আছে? চিনে কি হবে?
ওগো বিদেশিনী ।
তুমি নাকি ছিলে এক অচিন পাখি
কিন্তু তোমায় যে দেখি আমি
গানে গানে আস্ত এক ঢেঙ্গী নারী
ওগো বিদেশিনী ।

যা শুনি যা দেখি তাই ভালো লাগে
সুরে সুরে ছন্দে ছন্দে
সুর ছন্দ কাঙ্গালী

অ-ভাবে ভাবনি
সব ভাব ভাব ন্য়
তুলতে তলার ভাব
দুব দিতে হয়

ভাবের সমুদ্র গহন অগভীর নয়
শেখাওনি কেন মোরে
ও আচিন পাখি?

সমুদ্র তীরে
গেলে আর এলে
মনের খাঁচায় বসে হ্‘লে তুমি
আমার মনের ঢেকি ।
ওগো বিদেশিনী ।

to be continued...

Saturday, July 19, 2014
Topic(s) of this poem: folklore
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success