তুমি কি খুব রাগ করবে? Poem by Md. Ziaul Haque

তুমি কি খুব রাগ করবে?

তুমি কি খুব রাগ করবে?

যদি অফিস থেকে ফিরে,

তোমার গালে চুমু দিতে ভুলে যাই,

তুমি কি তখন বড্ড অভিমানী হবে?


যদি তোমার জন্মদিন ভুলে যাই,

কিংবা প্রথম চুম্বনের ক্ষণ,

যদি তোমার সাথে ছাদে না যাই ভরা পূর্ণিমায়,

যদি খুব শব্দ করে চা খাই।


তুমি কি তেলে বেগুনে জ্বলে উঠবে?

যদি কোনও সুন্দরীর পাণে চাই,

অথবা কথা বলি কোনও স্মার্ট ললনার সাথে,

তোমার চোখে কি তখন কষ্টের নদী বইবে?


যদি তোমায় কোনও উপহার না দেই,

তুমি কি কথা বলা বন্ধ করে দেবে?

যদি ক্যান্ডেল-লাইট ডিনার না করি,

যদি তোমার বুকের কষ্টের পিরামিড আমি আলিঙ্গনে না ভেঙ্গে দেই।


যদি আমি পথহারা পথিকের মত খুব দেরী করে বাসায় ফিরি,

যদি তোমার হৃদয়ের ব্যাংকে জমানো কথা না শুনি মন দিয়ে,

তুমি কি খুব বিরক্ত হবে?

তোমার রাগের প্রাসাদ কি ভাঙবে যদি ঠোঁটে চুমু দিয়ে বলি, "সরি"।

Saturday, October 4, 2014
Topic(s) of this poem: anger
COMMENTS OF THE POEM
Kay Staley 04 October 2014

I would like to read this but I dont know this language. I can imagine that it may be very beautiful. I wish you luck and hope that other people read your poems.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success