সমাজ মাধ্যম Poem by RAJAT GHOSH

সমাজ মাধ্যম

'মেঘলা আকাশ' বলছে কথা 'ঝরাপাতা'র কানে,
দিগন্ত বিস্তৃত আঁধার আলো আকাশের মাঝখানে;
ঝলসানো রুটি শেষে মেঘলা আকাশ বৃষ্টির অপেক্ষায়,
পাতাঝরা বসন্ত কখন নামে গোলকধাঁধার প্রতীক্ষায়।

'মেঘলা আকাশ' মন দিয়েছে 'ঝরাপাতা' কে এক রাতে,
মেঘলা আকাশে অনেক তারা, 'ঝরাপাতা' বোঝে না প্রাতে;
ঝরাপাতার বৃক্ষরাজি হয়তো গেছে ঝড়ে উড়ে বৈকালে,
'মেঘলা আকাশ' আবছা চোঁখে সাক্ষী খোঁজে সকালে!

'মেঘলা আকাশ' না জানি কখন বৃষ্টি নামিয়ে কাঁদে,
'ঝরাপাতা' কে নিয়ে গেছে চলে বস্তা বন্দির ফাঁদে!
একলা একলা 'ঝরাপাতা' উপর পানে চেয়ে শুধু রয়
'নীলাকাশ' বুঝি এখন 'কেয়াপাতা' য় কথা কয়!

'মেঘলা আকাশ' সরে গেছে শেষে 'ঝরাপাতা' ও বুঝি ঝড়েনি
নাম বদলেও চুপি চুপি ওরা সমাজ মাধ্যমটা তো ছাড়েনি!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success