ফুলের ইস্তেহার -১৫ Poem by Moloy Mazumdar

ফুলের ইস্তেহার -১৫

ফুলের ইস্তেহার -১৫
-মলয় মজুমদার

কত নিঃশব্দে তুমি সরে যেতে পারো আগে জানাছিল না
আমার গোপন কল্পনাতে আসেনি,
প্রবল বিদ্যুতেও অরণ্য দিয়েছি তোমাকে হাতে করে
মাটি আর নক্ষত্র আমাকে উদাস করেছে ফুল আর পতঙ্গে ।
ঢেউ আর উপকূল আমাকে সরিয়ে দিয়েছে,
চিরকালের পরিচিত নদী কবে যে বাঁকে হারিয়ে গেলো,
কত বছর শুধু তোমার ইশারায় গোপন করেছি প্রেম
বনের ভেতর লুকিয়ে রেখেছি রোদের আকাশ
উচ্ছ্বাসের আলোতে রণক্লান্ত মেঘের গর্ভে তোমাকেই লিখেছি ।
মৌমাছির গতিহীন তরঙ্গে সেই বসন্ত আসে বার বার
অথচ তুমি আসোনা ।
তবে এই বসন্ত কেন আজ আবার আমার ভুগোল ইতিহাসে?

শেষ কথা হয়েছিল মনির সাথে কোকিলের সুরে ও গানে
ফুলের ইস্তেহারে কত বছর তোমাকে লিখেছি
গোবিন্দপুরের পাশে, রাস্তার মোড়ে তোমাকে চিনেছি কালো শাড়িতে ।

মাঝরাতে লেখা আমার চিঠি খুলে দেখতে পারোনা
উত্তরহীন কথাগুলো শুধু আমার জন্য অপেক্ষায় থাকে সারারাত ।
কত বিষণ্ণরাত আর কত ইস্টিশন পার করে
আমার ঘাতকের কাছে জানতে চেয়েছি তোমার ঠিকানা,
আর মনির কাছে হাঁটুগেড়ে বসে চেয়েছি প্রেম ভিক্ষাপাত্রে ।

হলুদফুল আরো কত হাজার লাইন কবিতা লেখার পর
চিঠির অক্ষরে ফিরে আসবে এই আদিম কুয়াশায় ।

- - - - - - - - - - - - - - -১১/১২/২০১৪- - - - - - - - -

Friday, January 2, 2015
Topic(s) of this poem: Art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Moloy Mazumdar

Moloy Mazumdar

Siliguri
Close
Error Success