ফুলের ইস্তেহার -১৪ Poem by Moloy Mazumdar

ফুলের ইস্তেহার -১৪

ফুলের ইস্তেহার -১৪

-মলয় মজুমদার

তুমি প্রেম বোঝনি কোনদিন হলুদফুল
বোঝনি কিভাবে হাঁটতে হাঁটতে হারিয়ে যায় স্কুল বাস,
অরণ্যের পাখির মতো কখনো এসেছো কাছে
কখনো ঘৃণা ও ক্রোধে সরিয়ে ফেলেছো হাতের ইশারা,
আর দাউ দাউ করে যেদিন আমার বুকটা জ্বলে উঠলো
আলো, তাপ আর বনের আগুনে
তুমি তখন নক্ষত্রের কাছাকাছি হাসি মুখে জ্বালিয়ে দিলে প্রেমে
আগুনের তীব্রতা এতোটাই ছিল যে ছাই হতে সময় নিল মাত্র দুমিনিট ।

তুমি প্রেম বোঝনি কোনদিন হলুদফুল
সে তোমার গোবিন্দ পুরের রাস্তায় হোক অথবা আমার চৌকাঠ,
যন্ত্রণাগুলো থেকেই গেছে ।
কত কত বছর শুধু তোমার তর্জনী ধরে হাঁটতে হাঁটতে
কখন যেন সমুদ্রের ঢেউ আমাকে ছুড়ে ফেলে দিলো
অনেক বছর দূরে উপকূলবর্তী কোন এক ঠিকানায়
নাম না জানা লোকগুলো শুধু আমার দিকে তাকিয়ে থাকলো
কেও কোন কথা বললো না,
পরিচয় করার তাগিদ ছিলনা কারো ।

তুমি প্রেম বোঝনি কোনদিন হলুদফুল
আজ থেকে বহু শতাব্দী আগে
যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ঝোপের আড়াল থেকে
তারপর থেকে আজো আমি ওই আড়ালেই দাঁড়িয়ে আছি
বহুবার দিগন্তের খোঁজে তোমার শহরের আসেপাশে
পার্কের গেটে, সিটি মলে, কখনো বা ইস্টিশনের বেঞ্চে
অপেক্ষা করেছি ।
তুমি আসনি তাই আমি দিগন্তের ঠিকানা জানতে পারিনি,
জানতে পারিনি দিগন্ত পার করে আরো কত দূরে মানুষ জেতে পারে ।

- - - - - - - - - - ০২/১২/২০১৪- - - ৪.৫৭এম

Friday, January 2, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Moloy Mazumdar

Moloy Mazumdar

Siliguri
Close
Error Success