ফুলের ইস্তেহার -১ Poem by Moloy Mazumdar

ফুলের ইস্তেহার -১

ফুলের ইস্তেহার -১
-মলয় মজুমদার

আমি আমার কথাগুলো বলতে পারিনি সহজ করে
সহজ করে বোঝাতে পারিনি তৃষ্ণা ও ভালবাসা,
কত মেঘ, পরিশ্রান্ত ভীড়, প্রাকৃ্তিক ক্ষত
সব কিছুই মিলেমিশে যায় একাকী ফুলে ।

আমার ফুল হারিয়ে গেছে বৃস্টির ভোরে, ক্লান্তিতে
ছুঁয়ে গেছে ফ্যালফ্যালে জোছনার মন রঙীন রূপকথায়,
শব্দগুলো এসেছিল কোরাস ছন্দে
পাখিদের কিচিরমিচির, মেয়েলি ছন্দে কিছু গোপন খেয়াল ।
সেদিন কতো আমোদ ছিল নিয়মের রূপে, চাঁদের কলঙ্কে,
ঝরণার সাথে মিশেছিল শূন্যতা, ভিজেছিল শরীর,
আঁটোসাঁটো শরীরের ভাঁজে জেগেছিল পূর্ণতার অভিমুখ,
রাতের কথাগুলো খুঁজে খুঁজে ফেরে দীর্ঘ পথ নাবিকের দিগন্তে ।
চুপি চুপি আসে বসন্ত হাতের মুঠোয়,
আমি হারিয়ে ফেলি ফুলের ঠিকানা মোহনার নদী পথে
কখনো বিষাদ ভাঙে শাদামাটা বিছানায় সহজাত সহজপাঠে ।
অথচ অন্তর্গত পরিতাপে হারিয়ে ফেলি পুতুলের অবয়ব,
ফুলের নগ্নতার কাছে পরিহাসে হাসে আমার অসুস্থ শরীর ।

কিছু ভুলছিল আমার, তোমাকে ভাবনার মাঝে
বাকি ছিল কিছু আলোচনা, নানারূপ ছলাকলা, অশ্বের গতিবেগ ।
কতশত পিপীলিকার সাথে জ্বলেছিল আমার মন
তবু ফুল এসেছিল আমার লেখনীর শব্দ ভাষাতে পাঁজরের ক্ষতে ।

- - - - - - - - - ২১/০৮/২০১৪- - ২.৪২ ভোর

Friday, January 2, 2015
Topic(s) of this poem: Love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Moloy Mazumdar

Moloy Mazumdar

Siliguri
Close
Error Success