এ ভুল কোন ভুল নয় Poem by Abdul Wahab

এ ভুল কোন ভুল নয়

Rating: 5.0

এ ভুল কোন ভুল নয় (New Style)

এ ভুল কোন ভুল নয়
তোমারও অদেখা অচেনা নয়,
ধরেও ধরতে পারনি এ পাখি
তাই তো তোমার খাঁচা শূন্য রয় ।
বুঝেও তুমি বুঝ না,
বুঝবার জন্য যা দরকার
তোমার কাছে তা থেকেও
তোমার ঝুলি রিক্ত রয় ।
এ ভুল কোন ভুল নয়
তোমারও অচেনা অজানা নয়,
বাজিয়েও বাজাতে পার নি এ তার
তাই তো তোমার গান বেসুরা হয় ।
বেঁচে থেকেও তুমি বাঁচ না
বাঁচবার জন্য যা দরকার হয়,
তোমার কাছে থেকেও
তোমার জীবন বেতাল হয় ।
আকাশ ভরা মেঘ থাকলেও
আর তারা ভরা আকাশ হলেও
সব মেঘ হয় না বৃষ্টি
সব তারা দেয় না স্নিগ্ধ আলো ।
বুকের পকেটে গাদা গাদা কলম রইলেও
আর সব কলমে কালি ভরা থাকলেও
তবু সবকিছু কলমে যায় না লেখা
আর সব কালি হয় না কালো
গোলা ভর্তি সম্পদ থাকলেও
আর চুইয়ে পরা রূপের মালকিন হলেও
সব সম্পদ দেয় না সুখ
সব রূপসী হয় না ভালো ।......চলবে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success