নগ্ন চাঁদ Poem by Md. Ziaul Haque

নগ্ন চাঁদ

মেঘ যদি হয় চাঁদের আবরণ,
চাঁদ কি করে কভু ক্রন্দন,
খুব জানতে ইচ্ছে করে,
যখন মেঘ যায় সরে সরে।

চাঁদের নাকি কলঙ্ক আছে,
আলো বিলিয়ে তা অবিরাম যায় মুছে,
সদ্য সন্ন্যাস নেয়া অপরাধীর মত,
ফেলে পিছু যা হয়েছে গত।

চাঁদের আবরণহীনতাই তার নান্দনিকতা,
পারে কি খণ্ডাতে কেহ তা?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success