বেড়ানো হল এইতো সেদিন Poem by SAKISABRE Saki

বেড়ানো হল এইতো সেদিন

দারুন একটা বেড়ানো হল
ব্রাম্মন শাসন গ্রামে;
আত্মীয় আছে সে নাযমুল নামে।
ঘাটাইলে গ্রামটি আহা
কত সুন্দর!
দুদিক থেকে রাস্তা এসে
মিলালো আপন পর।
ঐ দিকটাতে গোরস্থান
এ দিকে পুকুরঘাট;
ছোট্ট গ্রামখানা
পরিপাটী আঁটসাঁট।
ওদিকে চোখে পড়লো
পানি সেচের কল;
এদিকে দখিন হাওয়া
পানি টল মল।
বাচ্চারা খেলছিল সব
ছিল পাখীর কলরব;
মনভরে যায়
আবার ফিরে যাবো নাকি
ঐ সবুজ শ্যামলা গ্রামটায়?

Friday, May 8, 2015
Topic(s) of this poem: village
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success