গেদা, নো চইলা যাই! ! Poem by SAKISABRE Saki

গেদা, নো চইলা যাই! !

খই ফোটা তারা ভরা রাত
জল চকি বাইরে এনে
হলাম একটু কাত!

নানী নানা বেঁচে ছিল
আম জামে ভরা ছিল
আওশ আমন ছিল
গোয়ালেতে গরু ছিল!

খেতে উর্বরতা ছিল
পাটের আবাদ ছিল
এক বাড়ীর পিঠাতে
আরেক বাড়ীর হক ছিল!

সুধ ঘুষে ঘৃণা ছিল
মা বোনের পর্দা ছিল
সম্মানবোধ ছিল
স্নেহ মায়া ছিল!

তারা ভরা রাত নাই
সত্তের যুগ নাই
শুধু আছে খাই খাই
সৎ বলে কিছু নাই!

গেদা নো চইলা যাই! !

Friday, May 8, 2015
Topic(s) of this poem: time
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success