যদি শুধু একারণেই ধরা পড়ে যাইঃ Poem by SAKISABRE Saki

যদি শুধু একারণেই ধরা পড়ে যাইঃ

তামাশার খোরাক হয়ে উঠেছে
অজ্ঞতার বশবর্তী হয়েই;
গোনাহর কাজ করেই চলেছি,
“মোখলেস” ফান হিসেবেই মনে করে।
যাদের নাম মোখলেস তারাও বেশ বিপাকে।
কখনো চিন্তা করে দেখেছি,
আরবি ‘এখলাস’ শব্দটি থেকে এসেছে;
অর্থ একনিষ্ঠভাবে এবাদত করা,
আল্লাহর নিকট ইখলাস ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য নয়।
ফান বানিয়েছি?

মফিজ-এটি একটি আরবি নাম, যার অর্থ
সফলকাম হওয়া।
পরকালের সফলতা বুঝাতেই শব্দটি
ব্যবহৃত হয়।
কে না চাই পরকালে সফল হতে?
সফলতা নিয়ে যদি ঠাট্টা করি;
আসলেই আমরা পরকালে সফল হতে পারবো?

আবুল-এই নাম নিয়ে সবচেয়ে বেশি ফান করা হয়ঃ
আমরা কি এই নামের মাহাত্ম্য জানি?
আমাদের নবী এ পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপনাম আবুল কাসেম ।
যার অর্থ হল 'কাশেমের পিতা ' । দেখুন, নবীজীর নাম নিয়ে ফাজলামি করছি।
যেখানে তার নামকে সন্মান করা দরকার;
সেখানে আমরা তা নিয়ে ব্যঙ্গ করছি!
হায়রে মুসলিম!

কুদ্দুস - সর্বাধিক ফান করা হয় এই নামটিনিয়েঃ
অথচ আল্লাহর একটি গুনবাচক নাম!
অর্থ ‘মহাপবিত্র’।
কেউ যদি কাউকে শুধু কুদ্দুস বলে, তবে তার পাপ হবে।
কারণ এটি আল্লাহর সিফাতী নাম।
আব্দুল কুদ্দুস বলতে হবে।
চিন্তা করে দেখুন, আমরা আল্লাহর নাম নিয়েও রসিকতা করছি ।
আমাদের ঈমানের অবস্থা কেমন?
আল্লাহর নাম নিয়ে ফাজলামি করছি, আর কোন জিনিস ফান করার জন্য আমরা বেছে নিবো?

মমিন-আসলে এর শুদ্ধ উচ্চারণ হবেমুমিন।
একজন পূর্ণাঙ্গ ঈমানদারকেই মুমিন বলে ।
কিন্ত আজ দেখুন, বিভিন্ন স্থানে 'কস কি
মমিন' বলে এই নামটিকে ব্যঙ্গ করা হচ্ছে।
আর কী নিয়ে আমাদের ফান করা বাকী আছে?
আমরা কী একটু সচেতন হতে পারি না?
আমাদের ইতিহাস জানতে হবে ।
মনে রাখতে হবে অনেক ষড়যন্ত্রই হবে।
মুসলমানদেরই সতর্ক থাকতে হবে ৷
এমনই একটা জাতি আছে, যারা শুধু
মুসলমানদের ক্ষতি করার জন্য দ্বিধাবোধ করেনা।
তারাইতো অনুপ্রাণিত করেঃ
আর কত গা ভাসিয়ে চলবোঃ
যদি শুধু একারণেই ধরা পরে যাইঃ
শেষে কুরআন মাজীদের একটি আয়াতঃ
'একে অপরকে মন্দ
নামে ডেকো না”


(সংগৃহীত)

Wednesday, June 10, 2015
Topic(s) of this poem: humour
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success