আব্দুল কাদির জীলানী রাহিমাহুল্লাহ এর উপর শয়তানের সশস্ত্র আক্রমণঃ Poem by SAKISABRE Saki

আব্দুল কাদির জীলানী রাহিমাহুল্লাহ এর উপর শয়তানের সশস্ত্র আক্রমণঃ

Rating: 5.0

আমি একবার বাগদাদের এক নির্জন স্থানে দিন রাত অবস্থান করছিলাম
কোন লোকজন সেখানে ছিলনা
হঠাত দেখলাম, শয়তানের এক দল সারিবদ্ধ ভাবে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য অগ্নিমূর্তি ধারণ করে আসলো
তারা আমার দিকে তখন আগুন নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছিলো
আমি তখন এক অবর্ণনীয় অবস্থায় পড়েছিলাম কী করবো ভেবে পাচ্ছিলামনা
তখন গায়েব থেকে এক আওয়াজ শুনতে পেলাম, কেউ যেন আমাকে বলছেন,
হে আব্দুল কাদির
উঠো
এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও
আমি তোমার অন্তরকে মজবুত করে দিয়েছি আমার সাহায্য তোমার সাথে রয়েছে
তুমি উঠো
এ আওয়াজ শুনার সাথে সাথে আমি উঠে দাঁড়ালাম এবং শয়তানদের দিকে এগিয়ে যেতে লাগলাম
আমার এগিয়ে আসা দেখে শয়তানের দল ডানে বামে যে যেদিকে পারলো পালাতে শুরু করলো, এবং যেদিক থেকে এসেছিলো সেদিকে দৌড়াতে লাগলো
তবে তাদের একজন আমার নিকট এসে বলল,
আপনি এখান থেকে দ্রুত সরে পড়ুন আর না হয় আমি এটা করবো ওটা করবো- এ বলে সে আমাকে হুমকি দিতে শুরু করলো
আমি সাথে সাথে ঐ শয়তানকে দিলাম এক চড়
চড় খেয়ে সে পালিয়ে যেতে উদ্যত হলো
আমি তখন তাঁর দিকে তাকিয়ে বলে উঠলাম,
লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ
আমার এ আওয়াজের সাথে সাথে তার গায়ে তখন আগুন লেগে গেল
এবং সে আগুনে তার দেহ পুড়ে গেল
আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করছিলাম
কালাইদুল জাওয়াহিরি ফী মানাকিবি আব্দিল কাদির জীলানী
মুহাম্মাদ বিন ইয়াহইয়া আল হাম্বালী রাহিমাহুল্লাহ।
পেইজ নাম্বার ১১

আওলিয়ায়ে কেরামের কারামতের উপর বিশ্বাস আর আস্থা রাখুন
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে- কারামাতুল আওলিয়া ই হাক্কুন অর্থাৎ আওলিয়ায়ে কেরামের কারামত সত্য

(collected)

Thursday, June 11, 2015
Topic(s) of this poem: religious
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success