‘দাস ভিদানিয়া আল-মাতা’ Poem by Parvez Asheque

‘দাস ভিদানিয়া আল-মাতা’

জুলাই মাসের শেষে
ভেবেছিলাম ফিরব না এই দেশে
দুই বাক্সে শীতের কাপড়
আর যা ছিল ঠেসে.
'গোছানো থাক মালপত্র
কেউ পাঠিয়ে দেবে অফিস থেকে এসে'
একটা শুধু পলকা গেরো
রেখে এলাম হেসে..
বসার ঘরের সাইড টেবিলএ
থাকলো সোফা ঘেষে,
ডন হুয়ান আর একটা বাঁশি
সঙ্গ পেলো পাশপাশি,
পরবাসের রেশটুকু হায়
আটকে গেলো তাদের ভাষায়.
এলাম ফিরে অক্টোবরে
সঙ্গিবিহীন একলা ঘরে.
টিকলো না মোর 'দাস ভিদানিয়া'
'দাস ভিদানিয়া আল-মাতা'

Thursday, July 30, 2015
Topic(s) of this poem: homesick
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Parvez Asheque

Parvez Asheque

Dhaka, Banglaesh
Close
Error Success