: : চোখের দুটো ঝর্ণা - 2 (Two Fountains Of Eye Bangla Poem- @sakisabre) : : Poem by SAKISABRE Saki

: : চোখের দুটো ঝর্ণা - 2 (Two Fountains Of Eye Bangla Poem- @sakisabre) : :

ওয়াবতাগু আলাইহিল ওয়াছিলা
আমাকে চেনার জন্য ওয়াসিলা তালাশ করো
আর সকাল সন্ধ্যায় আমার জিকির কর
নামায রোজা হাযয যাকাহ সবিতো জিকর
তবে এটা কাল্বের যিকর
দাঁড়া বসা শোয়া সকল অবস্থায় জিকর
জ্ঞানের দরোজা খুলে দেখে জেনে শুনে বুঝে নেয়ার পথ
উলুল আলবাব জানা বুঝা আর দেখা
অনেক কিছুই তোমার অজানা অচেনা অদেখা
আমি যা জানি তোমরা তা জাননা
আমি যা দেখি তোমরা তা দেখনা
যদি দেখতে তবে কর্ম পাল্টে দিতে
বনে জঙ্গলে চলে যেতে আর অখানেই মরন কামনা করতে
ওয়ালিদের রুহানি যোগাযোগ আমার সাথে
তাই তারাও জানে দেখে শোনে র মানে
নবী নয় অথচ অই মর্যাদায় জলে স্থলে একজন আছেন
তাকে বুঝনো হয়েছে জানানো হয়েছে দেখান হয়েছে
খিযির আলাইহি ওয়াহ সাল্লাম
গরিবের ছেলে মিথে বলেনা কু দৃষ্টি দেয় না
এমন এক মাবুদের কথা বলে যিনি আমাদের জ্ঞান ধ্যান ও দৃষ্টির বাইরে
উপর জগতে গিয়ে দেখা নাকি করেছেন
যারা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লার যিকর করে্ তাদের
গানের দরোজা খুলে যায় তার ভিতর দিয়ে যিনি তা অর্জন করেছেন
তুমি আমাকে অনরথক সৃষ্টি করনি
সোনা পুড়ে খাটি হয়
মনের (ক্বালবের) ময়লা কি দিয়ে পুড়বেন
খাঁটি সোনা ছাড়া গয়না হয়না
খাঁটি ক্বাল্ব ছাড়া জান্নাত হয় না
আমি আমার ছুড়তেই ধরা পড়ব
গুনাহগার ছুড়তেই ধরা পড়বে
দরকার ক্বাল্বে ছালিম
ক্বাল্বে ছালিম কি আপনার ক্বাল্ব হয়েছে
দোজখের হাসপাতালে পুড়ে ময়লা ছাড়িয়ে তবে জান্নাত
সহ্য করার ক্ষমতা আছে কি আমার
ইয়া রাব্বি উম্মাতি উম্মাতি
অইত আগুনে পুরছেঃ
আলাবি বি জিক্রিল্লাহি ত্বাত মাইনুল কুলুব
আক্সিরু জিক্রিল্লাহি হাত্তা ইয়াকুলু মাযনুন
কেন?
কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ
তৈরি হয়েছে কি?
মরিচা দুরকরে রেত
ক্বাল্বের ময়লা দুরকরে জিকর!
পাগল কাঁদে ক্যান
জিকর জারী হয়না
অলসতা চেষ্টার ত্রুতি
না হলেও চালিএ জাও
কারনঃ ফলাফল তার হাতে
কাজ তোমার হাতে
আল্লাহর দেওয়া ক্ষমতা হুজুর সঃ এর হাতে
জ্ঞান অই লাইন ধরে আসে
আহলে সুন্নাত আউলিয়াল্লাহ!
পাগলের চোখে ঝরা ধারা
ওয়াএস আল কারনি পাগল
ভালদের কে পাগল বলে উপহাস
নিজের খবর কর তালাশ! !

Tuesday, May 12, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success