: : চোখের দুটো ঝর্ণা - 3 (Two Fountains Of Eye Bangla Poem- @sakisabre) : : Poem by SAKISABRE Saki

: : চোখের দুটো ঝর্ণা - 3 (Two Fountains Of Eye Bangla Poem- @sakisabre) : :

যে নিজেকে চিনেছে
সে তার প্রভুকে চিনেছে
নিজ পরিচয়টি আল্লাহর দিকে নিয়ে যায়
বাধার করন হল শায়তান আর নফস
নিজের সঠিক পরিচয়ের বাঁধা দূর করা কঠিন
তবে তা অসম্ভব নয়
শায়তানকে তোমার কাল্ব থেকে দূর করতে হবে
সাহায্য করবে কামেল ওয়ালি আর চর্চা করবে তুমি
শরীরে তোমর আছে অসংখ্য বাতেনি মুখ
এই মুখ আর প্রতিটি অনু পরমাণুতে যিকর জারী থাকলে
শায়তান ইন্সটিগেইট করতে পরেনা
তোমার দিল হয় আল্লাহর আরস
যিকর ছেড়ে দিলে অলসতা করলেই শায়তান কাল্বে হাতু গেড়ে বসে খারাপির বিষ ঢালে
সফলতার সুখ হল যিবনে মরনে হাশরে মিযানে কন ভয় থাকবেনা
আর আলসতায় বিফল হলে যালাপরার শাস্তি
দরোজা খলা ডাণ্ডা বাতাস ঠ্যাকাও বন্ধ করে
কিন্ত কাঁচের ঘরে রোঁদকে কেও ঢেকাতে পারেনা
তার জন্য আলাদা পথ
শায়তান ঠেকানোর জন্য তাই মোরাকাবা মশাহাদা
এতা বাতিনি প্রক্রিয়া
আত্তা সুধধ না হলে নিয়াত সুধধ হবে না
নিয়াত সুধধ না হলে এবাদাত কবুল হবে না
ইল্লামাআন আতাল্লাহা বিকাল্বিন সালিম
সুধধ আত্তা নিএ হাযির হইও রে বান্দাহ না হলে যলতে হবে আগুনে
খাঁটি সনা চাই!
রে পাগল তর উপায় নাই!

Tuesday, May 12, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success