চোখের দুটো ঝর্ণা - 4 (Two Fountains Of Eye Bangla Prose - @sakisabre) : : Poem by SAKISABRE Saki

চোখের দুটো ঝর্ণা - 4 (Two Fountains Of Eye Bangla Prose - @sakisabre) : :

আমার পরে কোন নাবী আসবে না
তবে যুগে যুগে সংস্কারক(মুযাদেদ)
ওয়ালি আউলিয়াদের আগমন ঘটবে
তারাই কোঠর সাধনা দারা কামালত প্রাপ হয়ে আল্লার মহিমা আর আমার আদেশ প্রচার করে পথহারাদের পথে আনবে
পবিত্র কুরান আর হাদিসের পরেই হাককানি আলিমদের বানী
তাদের বানি আল্লাহর মারিফাত থেকে নিরগত
তোমরা একযন সাদিক লোকের সাথী হয়ে থেকো
যে আমাকে চিনে যানে আর পেয়েছে তার অনুসরন করো
আম্বিয়া আউলিয়া শহিদ ও সিদ্দিকদের ওয়াসিলা করে দোয়া করো
(কিতাব—সিররুল আস্রার)
হাককানি ওয়ালির নিকট বাতিন সংশোধন কর!
জাহির তুমি আর বাতিন তোমার মন/অন্তর!

Tuesday, May 12, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success