: : চোখের দুটো ঝর্ণা - 5 (Two Fountains Of Eye Bangla Poem- @sakisabre) : : Poem by SAKISABRE Saki

: : চোখের দুটো ঝর্ণা - 5 (Two Fountains Of Eye Bangla Poem- @sakisabre) : :

আল্লাহুম্মা স্বালি আলা সাইইদিনা মুহাম্মাদিন নুরিল আনওারি ওয়াসিঋল আস্রারি ওয়াআলিহি ওয়া সাল্লিম
সালাম ও দরুদ আমাদের সরদার মুহামাদ সঃ এর উপর
তিনি আলো সমুহের আলো আর রহস্য রাজির রহস্য
লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত তথা উর্ধ্বলোকে পরিভ্রমণ
এ রাত অতি পবিত্র
৬২০ খ্রিস্টাব্দের পবিত্র এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)
মহান আল্লাহ তায়ালার খাস রহমতে প্রথমে মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দিস বা মসজিদুল আকসায় গমন করেন
সেখানে জামাতে ইমামতি করে উর্ধ্বলোকে গমন করেন
প্রতিটি আসমানে হযরত আদম(আঃ) ও বিশিষ্ট নবীগনের সাথে বিশ্ব নবীর (সঃ) সালাম ও কুশলাদি বিনিময় হয়
তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হয়
এ পর্যন্ত হযরত জিবরাইল (আঃ) তার সফরসঙ্গী ছিলেন
তারপর সেখান থেকে তিনি একা রফরফ নামক বিশেষ বাহনে
সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহতায়ালার দিদার লাভ করেন
এবং পাচঁ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন
মেরাজ কালে মহানবী (সঃ) সৃষ্টি জগতের সমস্ত কিছুর রহস্য অবলোকন করেন
এটা পালন করাকেও কেও কেও বিদাত বলে
কান্না এখানেই! !

Saturday, May 16, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success