A Sad Mother's Father's Day/'বাবা দিবসের দু: খিনি মা' Poem by Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Char Kakra, Companigonj, Noakhali, Bangladesh

A Sad Mother's Father's Day/'বাবা দিবসের দু: খিনি মা'

Rating: 5.0

'বাবা দিবসের দু: খিনি মা'
মোহাম্মদ সোহরাব আজিজ 
৬/১৮/২০১২ 

এবারের বাবা দিবসে
এক নরাধম পুত্রের মাতলামি দেখলাম আমার  নয়নের অশ্রু জলে 
নরকের কীটের মরণ কামড়ে 
স্বর্গীয় দূত মা বাবার চরম অপমানে 
বিধাতার আরশ দোলে/
বলে 'আব্বা একটা মস্ত বড় পাগল,
জন্মদাত্রী মায়ের আব্রুতা করে দখল'
আহা! কি এক নিমকহারাম হারামখোর,
নেশার ঘোরে খুঁড়েছে নিজস্ব গোর!
আমি বলি বাবা বটগাছ
মাথানত করার মিনার হতো আল্লাহের পর,
মা জননী বেহেস্তের রানী 
জান্নাত মাতার পদতলে,
মায়ের চিত্কারে সৃষ্টিকর্তার আরশ দোলে
নাহলতের ডঙ্কার উঠে হুঙ্কারে,
আমি এক বাংলা মায়ের ছেলে
আমার মা বাবার অবমাননায় রক্ত টগবগ করে
মাথা শুন্যতায় মিলায়
ক্রুদ্ধ টাইটানের মতই কেঁপে উঠি 
মা জননীর আব্রুতা ডেকে দিতে 
গায়ের চামড়া কেটে পুত পবিত্র  শাড়ি জড়িয়ে দিতে
দুখিনি জননীর পায়ের জুতা  হতে/

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Mohammad Sohrab Aziz

Mohammad Sohrab Aziz

Char Kakra, Companigonj, Noakhali, Bangladesh
Close
Error Success